• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

কুড়িগ্রামে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

প্রচণ্ড গরমে কুড়িগ্রামে স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অতিরিক্ত রোদে তাপপ্রবাহ ক্রমেই বাড়ছে। ফলে এখানকার মানুষজনের স্বাভাবিক চলাফেরা দুর্বিষহ হয়ে উঠছে। অস্বাভাবিক এ গরমে বিশেষ করে নিম্ন আয়ের শ্রমিক শ্রেণির মানুষজন অনেক কষ্টে দিনাতিপাত করছেন।

প্রখর রোদে কাজে যেতে অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। সেই সাথে অতিরিক্ত গরমের কারণে প্রতিদিন জ্বর, ডায়রিয়া ও অন্যান্য রোগে আক্রান্ত হয়ে জেলার জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমুহে রোগী ভর্তি হচ্ছে।

এদিকে, অতিরিক্ত গরমের কারণে জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের মাদরাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও কলেজের অনার্স বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়েছেন।  জেলার রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, গত কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা অনেক ঊর্ধ্বগামী চলছে। গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। কিন্তু তা সামনে আরও ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানান তিনি। এসময় বাতাসের আর্দ্রতা ৭৮ শতাংশ পরিমাপ করা হয়।

Place your advertisement here
Place your advertisement here