• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৪  

Find us in facebook

Find us in facebook

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস । 

দিবসটি উপলক্ষে মঙ্গলবার ২৬ শে মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁও অপরাজেয় ৭১ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

পৌর শহরের আর্ট গ্যালারিতে অবস্থিত অপরাজেয়-৭১ প্রাঙ্গণে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দল, ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। পরে অপরাজেয়-৭১ প্রাঙ্গণ থেকে শহিদ মোহাম্মদ আলীর স্মৃতিস্তম্ভ পর্যন্ত র‌্যালি বের করা হয়। র‌্যালিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের মানুষজন অংশ নেন।

পাশাপাশি পৌর শহরের শহিদ মোহাম্মদ আলী, নরেশ চৌহান, মুবিববর্ষ চত্বর, ডিসি পর্যটন পার্কের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সমাবেশ, জাতীয় সঙ্গীত পরিবেশন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেই সঙ্গে বিভিন্ন মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা ও শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়৷ 

Place your advertisement here
Place your advertisement here