– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
  • শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৭ ১৪৩০

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপু‌রে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর রংপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রলীগ সভাপতি ‘সিন্ডিকেটের কারসাজিতে আলুর বাজার নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটছে’ অপহরণ নাটক সাজিয়ে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

ধরলা নদীতে মিলল সাকার মাছ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ জুন ২০২৩  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামে ধরলা নদীতে এক যুবকের জালে বিরল প্রজাতির 'সাকার' মাছ ধরা পড়েছে। স্থানীয়রা অনেকে এ মাছটিকে আন্ধারি শোল কিংবা 'উড়ুক্কু' মাছ নামে ডাকেন।

সোমবার (৫ জুন) সকালে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের নয়ারহাট এলাকার ধরলা নদীতে পাওয়া যায় মাছটি।

স্থানীয় বাসিন্দা মামুন আহমেদ জানান, ফজলের মোড় এলাকার ওয়েলডিং মিস্ত্রী ইউনুস আলী শখের বসে ধরলা নদীতে ঝাঁকি জাল নিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে বিরল প্রজাতির একটি মাছ জালে উঠে আসে। মাছটি সাকার মাছ বলে পরিচিত। পরে মাছটিকে বাড়ির পাশে একটি পুকুরে ছেড়ে দেওয়া হয়। 

ইউনুস আলী বলেন, মাছটি জালে উঠার পর প্রথমে আমরা কেউ চিনতে পারিনি। অনেক মানুষ এসে অনেক নাম বলে। এ কারণে পুকুরে ছেড়ে দিয়েছি। যদি মাছটি রাক্ষুসে মাছ বা ভয়ংকর মাছ হয়ে থাকে তাহলে আজকেই মাছটি পুকুর থেকে তুলে মেরে ফেলা হবে।

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রী কালিপদ রায় বলেন, সাকার মাছটি সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে। এটি এই অঞ্চলে পাওয়া যায় না। তবে মাছটি কেউ পেয়ে থাকলে পুকুরে না ফেলার পরামর্শ দেন তিনি। কেননা এই মাছটি অন্যান্য প্রজাতির মাছগুলোর বংশবৃদ্ধি নষ্ট করে। এ বিষয়ে জেলায় জেলে ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়ানো হবে।

Place your advertisement here
Place your advertisement here