• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বৃষ্টির জন্য ঠাকুরগাঁওয়ে নামাজ আদায়

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ জুন ২০২৩  

Find us in facebook

Find us in facebook

ঠাকুরগাঁওয়ে ফের শুরু হয়েছে তীব্র তাপদাহ। ফলে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। অনাবৃষ্টি ও তাপদাহের কারণে নষ্ট হচ্ছে বিভিন্ন ফসল। ক্রমশ নামছে পানির স্তর। তাপের প্রকোপ থেকে বাঁচতে বৃষ্টির জন্য ইস্তিখারার নামাজ আদায় করেছেন মুসল্লিরা৷ 

সোমবার সকাল ১১টার দিকে জেলা শহরের গোয়াল পাড়া কাওমি মাদরাসা মাঠে সালাতুল ইস্তেখারার নামাজ আদায় করেন চার শতাধিক মুসল্লি। এতে ইমামতি ও খুৎবা প্রদান করেন ওই মাদরাসার শিক্ষক মুফতি হারুনুর রশিদ৷ নামাজ শেষে কান্নারত অবস্থায় তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টি জন্য মোনাজাত করেন মুসল্লিরা।

মোনাজাত শেষে মুফতি হারুনর রশীদ বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় আমাদের জনজীবনে অস্বস্তি বিরাজ করছে৷ তাপপ্রবাহ থেকে মুক্তির ও বৃষ্টির জন্য আজ আমরা নামাজ আদায় করেছি৷ আরো দুদিন নামাজ আদায় করা হবে৷ আল্লাহ আমাদের রহম করবেন ইনশাআল্লাহ।

Place your advertisement here
Place your advertisement here