• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

গাইবান্ধায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, বিএনপির ৬ নেতা কারাগারে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
গাইবান্ধায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় বিএনপির ৬ নেতাকর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে গাইবান্ধা সদর থানার ওসি মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে নেয়া হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বিকেলে তাদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার ভোরে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধা পৌরসভার পলাশপাড়া এলাকার মৃত চান মিয়ার ছেলে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তারেকুজ্জামান তারেক (৩৩), ফকিরপাড়া এলাকার মো. নয়া মিয়ার ছেলে ও সদর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমাম হাসান আলাল (৩০), জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমাম হোসেন দুলাল (৩৩), একই পাড়ার রফিকুল ইসলামের ছেলে ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক  মো. মিরাজুজ্জামান রবিন (৩০), ডিবি রোড শাপলাপাড়া গ্রামের মৃত খায়রুল এনামের ছেলে ও জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন (৪৫), পুরাতন বাজার এলাকার বাসিন্দা মো. হুনান হক্কানির ছেলে ও যুবদল নেতা মো. কেনান হক্কানি (২৮)।

মামলা সূত্রে জানা যায়, ডিজিটাল প্ল্যাটফর্মে পোস্ট করা ভিডিওতে উল্লেখিত ব্যক্তিদের বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি-সুনাম ক্ষুণ্নসহ অপপ্রচার, আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা এবং সহায়তার অপরাধে মামলাটি দায়ের করা হয়।

গাইবান্ধা সদর থানার এসআই মো. গোলাম আজম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে সদর থানায় মামলাটি করেন। 

Place your advertisement here
Place your advertisement here