• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রাজারহাটের বিলের পানিতে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন ভাসমান স্মৃতিসৌধ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে বিলের মধ্যে স্থাপন করা হয়েছে লাল সবুজের অস্থায়ী ভাসমান এক দৃষ্টিনন্দন স্মৃতিসৌধ।

গতকাল রোববার রাত থেকে উপজেলার চাকিরপশা বিলের মধ্যে এ স্মৃতিসৌধ দেখা যায়। স্মৃতিসৌধের সৌন্দর্য উপভোগ করতে বিলের পাড়ে ভিড় জমাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন। 

রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পির উদ্যোগে চাকিরপশার বিলে জাতীয় স্মৃতিসৌধের আদলে এই ভাসমান স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে। বিভিন্ন রঙের বাতির আলোয় আলোকিত হয়ে উঠছে বিলের চারপাশ।

জানা গেছে, বাপ্পি নিজ অর্থায়নে অস্থায়ী একটি ভাসমান স্মৃতিসৌধ তৈরি করেন। লোহার এঙ্গেল, রড, পাতি, কাপড় ও বিভিন্ন রঙের লাইট ব্যবহার করা হয়েছে স্মৃতিসৌধটিতে। এটি লম্বায় প্রায় ২১ ফুট। সবকিছু ঠিক থাকলে স্মৃতিসৌধটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দেখার জন্য রোজার ঈদ পর্যন্ত বিলের মধ্যেই রাখা হবে।

বাপ্পি জানান, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে চাকিরপশা বিলের মধ্যে অস্থায়ী দৃষ্টিনন্দন স্মৃতিসৌধ নির্মাণ করার উদ্যোগ নিয়েছিলাম। নতুন প্রজন্মকে উজ্জীবিত এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে মূলত স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে। 

Place your advertisement here
Place your advertisement here