• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২১ ১৪৩০

  • || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
দেশ রক্ষায় নদী বাঁচানোর আহ্বান প্রধানমন্ত্রীর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে ছাপাখানা, কর্মীদের ব্যস্ততা ১০ ডিসেম্বর সমাবেশ করবে না আ.লীগ: ওবায়দুল কাদের

গণহত‍্যার আন্তর্জাতিক স্বীকৃতি দিতেই হবে: নৌপ্রতিমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি শাসকগোষ্ঠী নিরীহ বাঙালির ওপর নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল। সেই ভয়ঙ্কর গণহত‍্যার আন্তর্জাতিক স্বীকৃতি দিতেই হবে। এজন্য সবাইকে আরো সোচ্চার হতে হবে।

শনিবার দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে ‘২৫ মার্চ গণহত্যা দিবস’-এর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

নৌপ্রতিমন্ত্রী বলেন, বাংলাকে বিরাণভূমি বানাতে পাকিস্তানি শাসকগোষ্ঠী অপারেশন সার্চলাইটের মাধ‍্যমে অসংখ‍্য নিরীহ-নিরস্ত্র মানুষকে হত‍্যা করেছিল। তাদের গণহত‍্যার খবর পাওয়ামাত্রই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বীর বাঙালি বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধ করে বিজয়ী হয়েছে।

তিনি আরো বলেন, পৃথিবীর ইতিহাসে এত বড় গণহত‍্যা আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে পারিনি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত‍্যার পর ২১ বছর জিয়া, খালেদা জিয়ারা সেই গণহত‍্যাকে ধামাচাপা দিয়ে রেখেছিল, আমাদের সেই ইতিহাসকে আবার সমগ্র বিশ্বের সামনে তুলে ধরতে হবে। মানবতার বিরুদ্ধে এত বড় অপরাধ যেন জাতিসংঘ স্বীকৃতি দেয়- সেজন‍্য সবাইকে আরো সোচ্চার হতে হবে।

খালিদ মাহ্‌মুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করেছি। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে নতুন প্রজন্ম সামনের দিকে পথ চলছে। আমরা বঙ্গবন্ধুর হত‍্যাকারীদের বিচার করেছি; ৭১-এর অপরাধীদের বিচার করেছি। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছি। উন্নত দেশের টার্গট নির্ধারণ করেছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার বাংলার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছে। দেশের অর্থনীতি সমগ্র পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। আমরা দারিদ্র্যকে জয় করেছি। এখন বাংলাদেশের এগিয়ে যাওয়া নিয়ে আরো গবেষণা করতে হবে। উন্নয়নের চূড়ায় উঠে দেশবিরোধীদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতা, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সদর উপজেলা চেয়ারম‍্যান এমদাদ সরকার প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here