• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পঞ্চগড়ে পরিবেশ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ জুন ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
১৩টি কারণে পঞ্চগড়ের পরিবেশ হুমকির মুখে পড়েছে। সচেতনতা এবং দায়িত্বশীলতার অভাবে পরিবেশ বিনষ্টের এসব কারণ মানবসৃষ্ট। কারণগুলা হলো ইটভাটা, মুরগির খামার সৃষ্ট বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার অভাব, পাথর উত্তোলন, মেডিকেল বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার অভাব, গাড়িতে হাইড্রোলিক হর্নের ব্যবহার, কৃষি কাজ অত্যধিক রাসায়নিক সার ব্যবহার, বাজারে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের আধিপত্য প্রভৃতি। পরিবেশ দিবসের আলোচনায় এসব প্রসঙ্গ তুলে ধরেন পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী।

এ সময় বক্তারা বলেন পঞ্চগড়ের কৃষি কাজে অজ্ঞানতার অভাবে চাষিরা অত্যধিক সার কীটনাশক ব্যবহার করেন। এর কারণে উৎপাদিত সবজি ক্ষতিকারক হয়ে উঠছে। মাটি নষ্ট হয়ে যাচ্ছে। বক্তারা অচিরেই এ ব্যাপারে সচেতনতামূলক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
এর আগে পরিবেশ দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় । পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য, সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ । র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করেন।

পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, পৌর মেয়র জাকিয়া খাতুন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সহসভাপতি আজহারুল ইসলাম জুয়েল, প্রাণ, প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সংগঠন কারিগরের সভাপতি সরকার হায়দার, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, বিডি ক্লিন সভাপতি তানজির আলম, সবুজ আন্দোলন পঞ্চগড়ের রাসেদ হাসান, পরিবেশ কর্মী মাহমুদুল হাসান সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা  উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here