• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বেহেশতে মসজিদ তৈরির নামে ৩ কোটি টাকা হাতিয়ে নেন ‘জিনের বেগম’

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

তিন কোটি টাকা প্রতারণার অভিযোগে কথিত ‘জিনের বেগম’সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে শহরের পাটুয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গত রোববার দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ এসব তথ্য জানান।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মোহাম্মদ বাবুর স্ত্রী কথিত জিনের বেগম লাইজু, আখি সুবর্ণা, আলতাব হোসেন ও অনুরাগ আল ইমরান। অভিযানে ব্যাংকের চেকের পাতা, ভিসা ডেভিট কার্ড, একটি মোটরবাইক এবং প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার জানান, দীর্ঘ চার বছর যাবৎ কথিত জিনের বেগম লাইজুসহ প্রতারক চক্রটি ধর্মের অনুভূতিকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রতারণা করে আসছিল। এরই ধারাবাহিকতায় দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকার এক আমেরিকা প্রবাসীর মাকে বেহেশতে মসজিদ তৈরি ও জিনদের খাওয়া-দাওয়া করানোর নামে তিন বছর ধরে তিন কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন।

তিনি জানান, চক্রটি মোবাইল ব্যাংকিং এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সব টাকা ওই পরিবারের কাছ থেকে নিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। পরে শনিবার ওই আমেরিকা তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

আদালতের মাধ্যমে গ্রেফতার হওয়া চারজনকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার।

Place your advertisement here
Place your advertisement here