• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

‘সবাই দেয় কম্বল, এরা দিলো লেপ’

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

‘এই শীতে সবাইকে দেখি কম্বল দিতে আর এরা দিলো লেপ। আল্লাহ তাদের ভালো করুক। লেপটা দিয়ে শীত ভালো যাবে।’

লেপ পেয়ে খুশি হয়ে কথাগুলো বলছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার ছোট খোঁচাবাড়ি এলাকার কুসুম মন্ডল (৬৫)।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে সামাজিক সংগঠন ‘সহায়’র (জুলুম বস্তির) উদ্যোগে প্রতি বছরের মতো এবারও তিন শতাধিক অসহায়-দরিদ্রদের মধ্যে লেপ বিতরণ করা হয়েছে। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড়) মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র লেপ পেয়ে খুশি হয়ে ফাতেমা নামের এক বৃদ্ধা বলেন, ‘হামার (আমার) এইদিক যে ঠান্ডা, গরম কাপড়ের অভাবে রাতে ঠিকমতো ঘুমাবাও পাড়ু না (ঘুমাতে পারি না)। আজই একটা লেপ দিছে মোক (আমাকে)। এলা শান্তিত একটু ঘুমবা পারিম (এখন একটু শান্তিতে ঘুমাতে পারবো)।’

নিশ্চিতপুরের জুলেখা বলেন, ‘গতবারও এরা লেপ দিয়েছিল কিন্তু আমি আসতে না পারাই লেপ নিতে পারিনি। এবার এসে লেপ পেলাম। এতে খুব ভালো লাগছে।’

Place your advertisement here
Place your advertisement here