• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

শীতার্ত মানুষের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

নীলফামারী ডালিয়া তিস্তা ব্যারেজ এলাকায় গরীব ও চরাঞ্চলের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার (২৪ জানুয়ারী) দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ রংপুর এর আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, অতিরিক্ত আইজিপি, (ডিজি র‌্যাব) এম. খুরশিদ হোসেন (বিপিএম)-পিপিএম, লালমনিরহাট আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান, র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের এডিজি এ্যাপস কর্ণেল মো: কামরুল ইসলাম পিপিএম, পিএসসি, র‌্যাব ফোর্সেস সদর দপ্তর ঢাকা এর পরিচালক অপারেশন উইং কর্নেল মো. জিয়াউর রহমান তালুকদার, নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিস্তা পাড়ের মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে থাকবেন জননেত্রী শেখ হাসিনা। তিনি এদেশের মানুষের জন্য অনেক কাজ করে যাচ্ছেন। দেশের বৃহত্তর তিস্তা সেচ প্রকল্পের কাজ সম্পন্ন হলে তিস্তা পাড়ের মানুষ অনেক ভালো থাকবেন।’

Place your advertisement here
Place your advertisement here