• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

লালমনিরহাটে সুবিধা বঞ্চিতদের মাঝে পুনাকের সহায়তা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

লালমনিরহাটে সুবিধা বঞ্চিত ৩৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, টিউবয়েল ও ছাগল বিতরণ করছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

সোমবার দুপুর আড়াই টার দিকে বেগম কামরুন নেছা ডিগ্রি কলেজ মিলনায়তনে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সৌজন্যে পুনাক সভানেত্রী জীশান মীর্জা এ খাদ্য সামগ্রী ও ছাগল বিতরণ করেন।

পুনাক লালমনিরহাটের সভাপতি উম্মে কুলসুম লাকী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের সমাজকল্যাণ সম্পাদিকা তৌহিদা ইসলাম নূপুর, কোষাধ্যক্ষ নাফিস সিদ্দিকী, উৎপাদন ও বিপণন সম্পাদিকা সৈয়দা মিহির আফরোজ, পুনাক সভানেত্রী জীশান মীর্জা প্রমুখ। 

এ সময় লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামাল, লালমনিরহাট সদর থানার ওসি মো. এরশাদুল আলম, ওসি (তদন্ত) মোজাম্মেল হক, আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম, কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসূল, হাতীবান্ধা থানার ওসি মো. শাহা আলম, পাটগ্রাম থানার ওসি উমর ফারুক, লালমনিরহাট সদর ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল কাদের, মোগলহাট ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে পুনাক'র সভানেত্রী জীশান মীর্জা ১৫ জন সুবিধা বঞ্চিতদের মাঝে টিউবয়েল বিতরণ করেন।

সুবিধা বঞ্চিত ৩৫ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি সরিষার তেল, ১০০ গ্রাম শুকনা মরিচ, ২ পিস শাড়ি, ২ পিস লুঙ্গী, ১টি টর্চ লাইট, ৬টি প্যাকেট মৌসুমী সবজি বীজসহ প্রত্যেক পরিবারকে ৩৫টি ছাগল বিতরণ করা হয়।

Place your advertisement here
Place your advertisement here