• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

সাদুল্লাপুরে আড়াই মাস পর কবর থেকে কিশোরের মরদেহ উত্তোলন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

গাইবান্ধার সাদুল্লাপুরে দাফনের আড়াই মাস পর রাশেদ শেখ (১৬) নামের এক কিশোরের মরদেহ উত্তোলন করেছে প্রশাসন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখারুল রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফপাহাড়ি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে রাশেদ শেখের মরদেহ উত্তোলন করা হয়। তিনি ওই গ্রামের আনোয়ারুল শেখের ছেলে।

স্বজনরা জানায়, ওই গ্রামের হযরত আলীর ছেলে সাজ্জাদ হোসেন (২২) ও রাশেদ শেখ দুজন মিলে একটি মোবাইল ফোন কেনেন। এক পর্যায়ে এক মেয়ের সঙ্গে দুজনের প্রেমের সম্পর্ক তৈরি হয়। এর জের ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ৫ জুলাই রাত ৯টার দিকে রাশেদকে ডেকে নেয় সাজ্জাদ। পরে শ্বাসরোধ করে রাশেদকে হত্যা করে। হত্যার বিষয়টি গোপন রেখে রাশেদের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে তাকে দাফন করা হয়। পরে নিহতের স্বজনদের সন্দেহ হলে আদালতে একটি হত্যা মামলা করা হয়। পরে আদালতের নির্দেশে রাশেদের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।

সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ পবিত্র কুমার বলেন, কিশোরের মৃত্যু নিয়ে সন্দেহ হলে তার বড় ভাই তুহিন শেখ বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। আদালতের নির্দেশে রাশেদ শেখের মরদেহ কবর থেকে উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here