• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ আগস্ট ২০২২  

Find us in facebook

Find us in facebook

ভারত থেকে নেমে আসা পানির ঢলে তিস্তা নদী ভয়ংকর রুপ ধারণ করেছে। হু হু করে বাড়ছে তিস্তা নদীর পানি। এতে আতংকিত হয়ে পড়েছে তিস্তাপারের লোকজন। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে তিস্তা নদীর পানি তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তা ব্যারাজ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক জানান, সোমবার সকাল থেকে বাড়তে থাকে তিস্তার পানি। দুপুর ৩ টায় বিপদসীমার ১০ সেন্টিমিটার ও সন্ধ্যা ৬ টায় পানি বৃদ্ধি পেয়ে ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় তিস্তার পানি। এদিকে পানির গতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের অধিকাংশ জলকপাট খুলে রাখা হয়েছে।

তিস্তার পানি আকস্মিকভাবে বৃদ্ধি পাওয়া আতংকিত হয়ে পড়েছে তিস্তাপারের লোকজন। অনেকে অন্যত্র সরে যেতে শুরু করেছে। তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের তিস্তা তীরবর্তী চরগুলো প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন ওইসব ইউপির জনপ্রতিনিধিরা।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদ দৌলা বলেন, উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

Place your advertisement here
Place your advertisement here