• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

খানসামায় পৃথক স্থান থেকে ২ লাশ উদ্ধার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ জুলাই ২০২২  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের খানসামায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসার পথে ধান ক্ষেতে অপো রাণী রায় নামে নারী এবং জমি চাষ করতে গিয়ে ইউনুস আলী নামে ট্রাক্টর (হ্যারো) চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

গত শুক্রবার দিবাগত রাতে খানসামার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া কুমারপাড়ায় নারী এবং ভাবকি ইউনিয়নের জমি থেকে ট্রাক্টর চালকের লাশ উদ্ধার করা হয়। নিহত অপো রাণী রায় (২৩) মিশন চন্দ্র রায়ের স্ত্রী এবং মৃত ইউনুস আলী ভাবকি ইউপির বাসিন্দা। 

স্থানীয়রা ও পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া কুমার পাড়ায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার পথে ধান ক্ষেতে মিশন চন্দ্র রায়ের স্ত্রী অপো রাণী রায়ের লাশ পথচারীরা দেখতে পায়। পাশেই নিহতের সাথে ১০বছরের মেয়ে বিপাশা রাণী রায়কেও অজ্ঞান অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে পথচারীরা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধারের পর সুরতহাল করে ময়নাতদন্তের জন্য দিনাজপুরে পাঠায়। আর অজ্ঞান হওয়া শিশুটিকে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

অপরদিকে স্থানীয়রা একইদিনে শুক্রবার রাত প্রায় ১১টার দিকে খানসামার ভাবকি ইউপির রেয়াজ ডাক্তার পাড়ায় জমি চাষ করতে গিয়ে চাষকৃত জমি থেকে ট্রাক্টর (হ্যারো) চালক ইউনুস আলীকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহালে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ার প্রাথমিক ধারনা করা হলেও পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। 

লাশ উদ্ধারের বিষয়ে নিশ্চিত করে খানসামা থানার ওসি (তদন্ত) তাওহীদুল ইসলাম জানান, লাশ দুটি উদ্ধারের পর সুরতহাল করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পরই সঠিক তথ্য জানা যাবে। 

Place your advertisement here
Place your advertisement here