• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

তেঁতুলিয়ায় নিষিদ্ধ প্রসাধনী বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ জুলাই ২০২২  

Find us in facebook

Find us in facebook

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নকল ও নিষিদ্ধ প্রসাধনী সামগ্রী বিক্রয় করার অপরাধে ৪ প্রতিষ্ঠানের মালিককে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার তেঁতুলিয়া সদর বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।

এ অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

পরেশ চন্দ্র বর্মন বলেন, সকাল থেকে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এসময় তেঁতুলিয়া সদর বাজারে নকল ও নিষিদ্ধ প্রসাধনী সামগ্রী এবং আমদানিকারক বিহীন বিদেশি পণ্য বিক্রয়ের দায়ে ৪৫ ধারায় সীমান্ত কসমেটিক্সকে ২ হাজার, মঞ্জু কসমেটিক্সকে ২ হাজার, রুফাইদা কসমেটিক্সকে ২ হাজার ও ভাই ভাই কসমেটিক্সকে ১ হাজারসহ ৪ প্রতিষ্ঠাকে মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে তাদের সচেতন করা হয়।

জনস্বার্থে এ কার্যক্রম ও অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

Place your advertisement here
Place your advertisement here