• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

সোনাহাট স্থলবন্দরে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জুলাই ২০২২  

Find us in facebook

Find us in facebook

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী সীমান্তে অবস্থিত সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ সংক্রান্ত যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম ৬ দিন বন্ধ থাকবে। শনিবার (৯ জুলাই) থেকে পরবর্তী বৃহস্পতিবার (১৪ জুলাই) পর্যন্ত বন্ধ থাকবে।

সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা জামান এ তথ্য নিশ্চিত করে জানান, সোনাহাট স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তাকে এ বিষয়ে অবগত করা হয়েছে।

তিনি আরো জানান, স্থলবন্দর দিয়ে আমদানি ও রফতানি বন্ধ থাকার বিষয়টি সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক), বিজিবির সোনাহাট ক্যাম্পের কমান্ডার, সোনাহাট স্থলবন্দর আমদানি ও রফতানিকারক সমিতি এবং এই স্থলবন্দরের উল্টো দিকে অবস্থিত ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার গোলকগঞ্জ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদেরও জানানো হয়েছে।

ছুটি শেষে আগামী ১৫ জুলাই থেকে এ বন্দরে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম যথারীতি শুরু হবে বলেও জানান হয় চিঠিতে।

Place your advertisement here
Place your advertisement here