• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

লালমনিরহাটে বৃষ্টিতে রাস্তায় ধ্বস, হুমকির মুখে যোগাযোগ ব্যবস্থা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ মে ২০২২  

Find us in facebook

Find us in facebook

লালমনিরহাটের বড়বাড়ী ইউনিয়নের নারিকেল বাড়ির দীঘি ঈদগাহ মাঠ রাস্তা বৃহস্পতিবারের প্রবল বৃষ্টিতে পাকা রাস্তা ধ্বসে পড়েছে। এতে ওই এলাকার মানুষদের যোগাযোগ ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। 

বড়বাড়ী ইউনিয়নের আইরখামার বাজারের উত্তর পূর্ব দিকে নারিকেল বাড়ির দীঘি ঈদগাহ মাঠ এলাকায় পিচ ঢালাই করা পাকা রাস্তার কিছু অংশ ধ্বসে পড়ায় এ আশঙ্কার সৃষ্টি হয়েছে। রাস্তাটির প্রায় ২০ ফুট বিস্তৃত নিম্নভাগের মাটি সরে গিয়ে ওই পাকা রাস্তাটি ধ্বসে গেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ও শুক্রবার টানা বর্ষণে রাস্তায় ফাটল ধরে ছিল। এ ভারি বর্ষণে পাকা রাস্তার মাটি ধ্বসে গেছে। এতে রাস্তার নিচের মাটি সরে যাওয়ায় কার্পেটিং এ ফাটল ধরে ধ্বসে গেছে। সেই সাথে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জরুরী ভিত্তিতে রাস্তাটি সংস্কার না হলে আবারও ২/১দিনের বৃষ্টিতে রাস্তাটি বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। রাস্তাটির জরুরী সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Place your advertisement here
Place your advertisement here