• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ঈদ উল ফিতর উপলক্ষে ৮ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২  

Find us in facebook

Find us in facebook

ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে সরকারি ছুটিসহ ৮ দিন বন্ধ থাকছে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধার পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম।  

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাংলাবন্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম জানান, ঈদুল ফিতর ও শবে ক্বদর উপলক্ষ্যে সরকারি ছুটিসহ আগামী ৬ মে পর্যন্ত মোট ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে। 

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন জানান, চতুদের্শীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল) আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন তথা বাংলাদেশের আমদানি-রপ্তানিকারক গ্রুপ ও ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার ইম্পোর্টার এন্ড অয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ৭ মে শনিবার থেকে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চলমান থাকবে।

বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টম সুপারেনটেনডেন্ট আব্দুর রাজ্জাক ও শহীদুল ইসলাম জানান, ঈদ উপলক্ষ্যে এক সপ্তাহ বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট সকল সেবা প্রদান অব্যাহত থাকবে এবং আগামী ৭ মে শনিবার সকাল থেকে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম যথারীতি চলবে।

ইমিগ্রেশন ওসি নজরুল ইসলাম জানান, সরকারি বিধিনিষেধ থাকলেও নতুন কোন সিদ্ধান্ত এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

Place your advertisement here
Place your advertisement here