• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পীরগঞ্জ গণহত্যা দিবস 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২  

Find us in facebook

Find us in facebook

ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে বক্তব্যদেন-সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, এসিল্যান্ড কামরুল হাসান সোহাগ, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী, ঠাকুরগাঁও জেলা ইউনিট সাধারণ সম্পাদক ফারজানা হক, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আমিন সরকার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জেলা ও উপজেলার আনাচে কানাচে ছড়িয়ে আছে গণহত্যা, গণকবরসহ মুক্তিযুদ্ধের নানা ইতিহাস। এসব ইতিহাস সংরক্ষণ করে নতুন প্রজ¤েœ কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরার আহবান জানানো হয়।  বাংলাদেশ ইতিহাস সম্মিলনী, ঠাকুরগাঁও জেলা ইউনিট এই অনুষ্ঠানের আয়োজন করে। 

পরে শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক গোলাম মোস্তফা’র নবনির্মিত স্মৃতি স্তম্ভ এবং  জামালপুর ইক্ষু খামারের  অবস্থিত শহিদদের স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী পীরগঞ্জ শহরে তান্ডব চালিয়ে ফিরে যাওয়ার সময় তৎকালীন থানা আওয়ামী লীগের সভাপতি ডাক্তার  সুজাউদ্দীন আহাম্মদ, পীরগঞ্জ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফাসহ ৭ জনের হাত-পা বেঁধে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ওই জামালপুর ইক্ষু খামারের খোলাস্থানে হত্যা করে। 

Place your advertisement here
Place your advertisement here