• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়েও শেষ রক্ষা হয়নি চোর বাবুর 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

ঠাকুরগাঁওয়ে গ্রেফতারের পর পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যান চুরির মামলায় অভিযুক্ত আমজাদ বাবু। তবে শেষ রক্ষা হয়নি, তাকে ধরে ফের পুলিশের হাতে দেয় গ্রামবাসী।

গতকাল শনিবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের শিংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ৩৫ বছর বয়সী আমজাদ বাবু একই গ্রামের তৈয়ব আলীর ছেলে।

পুলিশ জানায়, ১৩ ডিসেম্বর রাতে সদর থানার গড়েয়া ইউনিয়নে আরাজী মাটিগাড়া গ্রামের অনিল চন্দ্র অধিকারীর বাসায় চুরি হয়। এ ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগে তিনি আমজাদ বাবুর নাম সন্দেহজনক উল্লেখ করেন। পরে অভিযোগটি মামলায় রুজু হয়। এরপর থেকে বাবুকে খুঁজতে থাকে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বাবুকে গ্রেফতার করা হয়। ধরে আনার সময় উজ্জ্বল হোসেন নামে এক কনস্টেবলকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করেন বাবু। পরে পুলিশ সদস্যরা গ্রামবাসীর সহায়তায় তাকে ধরে থানায় নিয়ে আসেন। তবে এ সময় হাতের আঙ্গুলের নখ উপড়ে গিয়ে জখম হন কনস্টেবল উজ্জ্বল হোসেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, বাবুকে চুরির মামলায় গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Place your advertisement here
Place your advertisement here