• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

কুড়িগ্রামে ব্রহ্মপূত্র নদে জেলের জালে ১৫ কেজির বোয়াল মাছ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপূত্র নদে এক জেলের জালে ১৫ কেজি ওজনের বোয়াল মাছ ধরা পরেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার থানাহাট ইউনিয়নের পুটিমারী কাজলডাঙ্গা গ্রামে জেলে খিরুরাম দাসের জালে বিশাল আকৃতির বোয়াল মাছটি ধরা পরে।

তিনি স্থানীয় মাছ ব্যবসায়ী ধনেশ্বরের কাছে মাছটি ১৬ হাজার টাকায় বিক্রি করলে মাছ ব্যবসায়ী সেটি ১৮ হাজার ৬শ' টাকায় বিক্রি করে দেন।

জেলে খিরুরাম দাস বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরের দিকে ব্রহ্মপুত্র নদে  বড় মাছ ধরতে জাল ফেলেন। জাল ফেলার কিছুক্ষণ পরেই বোয়াল মাছটি তার জালে আটকা পরে। এত বড় মাছ পেয়ে তিনি ভীষণ খুশি। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী ধনেশ্বরের কাছে ১৬ হাজার টাকায় মাছটি বিক্রি করে দেন।

ক্রেতা ধনেশ্বর জানান, আমি মাছটি ১৬ হাজার টাকায় কিনে পরে সেটি থানাহাট বাজারে ১৮ হাজার ৬শ' টাকায় বিক্রি করে দেই।
এ ব্যাপারে চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান জানান, ইদানিং বড় মাছ খুব একটা দেখা যায় না।

এরকম বৃহৎ সাইজের মাছ ধরা পরলে জেলে ও ক্রেতাদের জন্য বয় আনে আনন্দের খবর। 

Place your advertisement here
Place your advertisement here