• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

গাইবান্ধায় ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১  

Find us in facebook

Find us in facebook

গাইবান্ধায় ভুয়া র‌্যাব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এনামুল হক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার রাতে ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ গাইবান্ধা।

এর আগে রবিবার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এনামুল দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার পাঠানপাড়া এলাকার ইয়াত আলীর ছেলে।

র‌্যাব জানায়, এনামুল দীর্ঘদিন থেকে প্রতারণার সঙ্গে যুক্ত। তিনি ভুয়া র‌্যাব এবং র‌্যাবের সোর্স পরিচয়ে প্রতারণা করে চাঁদা আদায় ও অর্থ হাতিয়ে নিতেন।

রবিবার (১৭ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, গাইবান্ধা (সিপিসি-৩) ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বাসস্ট্যান্ড থেকে প্রতারক এনামুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনামুল ভুয়া র‌্যাব ও প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে। পরে তার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় নিয়মিত মামলা করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here