• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ডোমার পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১  

Find us in facebook

Find us in facebook

নীলফামারীর ডোমার পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে উপজেলা নির্বাচন কার্যালয়ে তিন জন মেয়র প্রার্থী, ১৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ও ৩২ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা জাহাঙ্গির হোসেন।

মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত দলীয় প্রার্থী গনেশ কুমার আগরওয়ালা (নৌকা), বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী মনছুরুল ইসলাম দানু (নারিকেল গাছ) ও স্বতন্ত্র প্রার্থী আফরোজা নাজনীন (মোবাইল ফোন) প্রতীক পান।

এছাড়াও ৩২ জন কাউন্সিলর প্রার্থী ও ১৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতীক পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনের।

প্রসঙ্গত, ডোমার পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে আগামী ২ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Place your advertisement here
Place your advertisement here