• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

কুড়িগ্রামে ধর্মীয় সম্প্রীতি বজায়ে ইমামদের মত বিনিময়

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২১  

Find us in facebook

Find us in facebook

ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায়ের লক্ষ্যে কুড়িগ্রাম সদর থানা পুলিশের উদ্যোগে মসজিদের ইমামদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম সদর থানার হলরুমে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় ইমামরা বলেন, পবিত্র কোরআন শরিফ অবমাননায় আমরা খুবই কষ্ট পেয়েছি। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি। তাছাড়াও জানতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্ব দিয়ে তদন্ত করছে। সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য যে অপশক্তি এই ন্যাক্কারজনক কাজ করেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক।

মতবিনিময় সভায় কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রহুল আমিন বলেন, যেহেতু আগামীকাল শুক্রবার জুম্মার দিন। মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ নামাজ। এই দিনে মুসল্লীদের সমাগম স্বাভাবিকের চেয়েও বেশি থাকে। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বী মানুষদের শারদীয় দুর্গা উৎসবে দশমি শেষ দিন।

এছাড়াও মুসল্লিদের শান্ত রাখতে ইমামদের আহ্বান জানিয়ে তিনি মসজিদের ইমামদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবার জন্য মসজিদে মসজিদে বয়ান দেওয়ার কথা বলেন।

সভায় আরও ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মারুফ রায়হান, পৌর মেয়র কাজিউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এ্যাড আহসান হাবিব নিলু, সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার, (ওসি-তদন্ত) গোলাম মর্তুজা ও সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমামরা।

Place your advertisement here
Place your advertisement here