• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

নীলফামারীতে ৬ লাখ শিশু খাবে কৃমিনাশক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১  

Find us in facebook

Find us in facebook

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে নীলফামারীতে জেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরের দিকে নীলফামারী জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) হাফিজুর রহমান চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার, নীলফামারী পৌরসভার প্যানেল মেয়র ঈসা আলী।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির বলেন, আগামী ৩০ অক্টোবর থেকে ০৫ নভেম্বর পর্যন্ত ৫-১৬ বছর বয়সী শিশুদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। নীলফামারীতে ওষুধ খাওয়ানোর তালিকায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৪ হাজার ৫৩৬টি শিশু। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৩ হাজার ২৭৫টি বিদ্যালয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এ কার্যক্রম বাস্তবায়ন করবে স্ব স্ব বিদ্যালয়ের ১৫ জনের ক্ষুদে চিকিৎসক দল।

অ্যাডভোকেসি সভায় জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

Place your advertisement here
Place your advertisement here