• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

ঠাকুরগাঁওয়ে বিধবা ও বয়স্ক ভাতা বাছাইকরণ সভা অনুষ্ঠিত 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১  

Find us in facebook

Find us in facebook

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে বিধবা-স্বামী পরিত্যক্ত মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধানের লক্ষ্যে বিধবা-স্বামী পরিত্যক্তদের নিয়ে বাছাইকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নে বিধবা ও বয়স্ক ভাতা পেতে ৬’শ ৪৬ জন অনলাইনে আবেদন করেছেন, যার মধ্যে চুড়ান্ত করা হবে ৪’শ ৩৪ জন। গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে সালন্দর ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহরিয়ার রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা: মাজেদুর রহমান, সাধারণ সম্পাদক আবু দাইয়াম জনি, ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মুকুল প্রমুখ।

সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন আবেদনের প্রেক্ষিতে শতভাগ বয়স্ক ভাতা প্রদান করা সম্ভব হবে। তবে বিধবা ভাতা আবেদনকারি সংখ্যা অনেক বেশী। সে জন্য বিধবা বাতা সকলকে দেয়া সম্ভব হবে না, বরাদ্দ আসলে পর্যায়ক্রমে দেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহরিয়ার রহমান বলেন, সমাজসেবা অধিদফতরের মাধ্যমে বিধবা ও স্বামী পরিত্যক্ত মহিলা ভাতা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সদর উপজেলায় এই কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থ বছরে ৬ হাজার ২শত ২৩ জনকে বিধবা ভাতা প্রদান করা হবে এবং ৬’হাজার ৬শ ৮৩ জনকে বয়স্ক ভাতা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার মহিলাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য এই কর্মসুচী হাতে নিয়েছে।  

Place your advertisement here
Place your advertisement here