• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

তিস্তা নদীতে নিখোঁজ ভ্যানচালক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১  

Find us in facebook

Find us in facebook

শ্বশুড়বাড়িতে বেড়াতে এসে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে আজহারুল ইসলাম(৩০) নামে এক ভ্যান চালক নিখোঁজের দুইদিন অতিবাহিত হলেও তাকে উদ্ধার করা যায়নি।  

রবিবার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদীর বার্ণিঘাট পয়েন্টে এ ঘটনায় সোমবার সকাল ৭টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরীদল দিনভর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে উদ্ধার অভিযান সমাপ্ত করে চলে যায়। নিখোঁজ ভ্যানচালক উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের মতিরবাজার এলাকার আতিয়ার রহমানের ছেলে জানা যায়। 

এলাকাবাসী জানায়, সম্প্রতি ভ্যান চালক আজাহারুল উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিনখড়িবাড়ি (জিহাদ বাজার) গ্রামের আলতাফ হোসেনের মেয়েকে বিয়ে করে। তিনি শ্বশুড়বাড়িতে বেড়াতে এসে রবিবার মাছ ধরার জন্য তিস্তা নদীতে দুই শ্যালক সহ নেমেছিল। এলাকার টি-বাঁধের কাছে তীব্র শ্রোতে ওই তিনজন আটকা পরেছিল। এলাকাবাসী দুই জনকে উদ্ধার করলেও আজাহারুল ইসলাম নদীতে নিখোঁজ হয়। 

বিষয়টি নিশ্চিত করে টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হক বলেন, ওই ব্যক্তিকে উদ্ধারের জন্য ঘটনার পর চেষ্টা চললেও তাকে পাওয়া যায়নি। সোমবার সকাল ৭টায় রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসের ডুবুরী ইউনিট এসে উদ্ধার কাজ শুরু করে। বিকাল ৪টা পর্যন্ত তাকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে ডুবুরী দল উদ্ধার অভিযান সমাপ্ত করে ফিরে যায়।

Place your advertisement here
Place your advertisement here