• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বাবার মৃত্যুর খবর শুনে প্রাণ হারালেন মেয়েও

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২১  

Find us in facebook

Find us in facebook

নীলফামারীর ডোমারে মোবাইল ফোনে বাবার মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মেয়েরও মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। একসঙ্গে বাবা ও মেয়ের মৃত্যুতে গোটা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

মারা যাওয়া বাবা-মেয়ে হলেন, উপজেলার হরিণচড়া ইউনিয়নের জোড়পাখুড়ী গ্রামের মজিবুল হক এবং তার মেয়ে এবং নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের আজগার আলীর স্ত্রী রাবেয়া খাতুন।

মজিবুল হকের ছেলে হারুন-অর রশীদ জানান, দীর্ঘদিন ধরে তার বাবা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শনিবার ভোরে তার মৃত্যু হয়। কিছুক্ষর পর মোবাইল ফোনে বাবার মৃত্যুর খবর বড় বোন রাবেয়া খাতুনকে জানান হারুন। এর কিছুক্ষণের মধ্যে রাবেয়া খাতুনের বুকে ব্যথা শুরু হয়। পরিবারের সদস্যরা কোনো কিছু বুঝে ওঠার আগেই রাবেয়া মারা যান।

হারুন অর রশিদ আরও জানান, বোনের শ্বশুরবাড়ির সদস্যদের সম্মতিতে দুইজনের লাশ একসঙ্গে দাফনের সিদ্ধান্ত হয়। পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ জানান, ঘটনাটি দুঃখজনক। একসঙ্গে বাবা ও মেয়ের মৃত্যুর খবর শুনে হাজার হাজার মানুষ তাদের দেখতে আসে।

Place your advertisement here
Place your advertisement here