• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

গাইবান্ধায় রকি হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২১  

Find us in facebook

Find us in facebook

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা রকি হত্যা মামলার প্রধান আসামি ইমরানকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত থাকায় রবিন নামে অপর একজনকে গ্রেপ্তারের কথাও জানায় পুলিশ।

সোমবার দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) তৌহিদুল ইসলাম।

গ্রেপ্তার ইমরান হোসেনের বাড়ি জেলা শহরের পূর্বপাড়া এলাকায় ও রবিন মিয়ার বাড়ি পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডে।

এসপি তৌহিদুল ইসলাম বলেন, চাঞ্চল্যকর রকি হত্যা মামলার আসামি ইমরানকে ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে সে একটি লোহা গলার কারখানায় নাম পরিচয় পাল্টিয়ে আত্মগোপনে ছিল। পরে তার দেয়া তথ্যে রবিন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান এসপি।

গ্রেপ্তার রবিনের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক সন্ত্রাসী কার্যকলাপ ঘটনোর অভিযোগ ছাড়াও সে সদর থানার একটি মামলার চার্জশিটভুক্ত আসামমি বলে জানান এসপি।

গত ১১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা জেলা শহরের পূর্বপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে আশিকুর রহমান রকির ওপর হামলা চালায় এক দুর্বৃত্ত। পরে তারা রকিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রকিকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন ১২ জুলাই দুপুরে নিহতের বড় ভাই আতিকুর রহমান সরকার বাদী চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৭/৮ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

Place your advertisement here
Place your advertisement here