• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

গোবিন্দগঞ্জে ফেন্সিডিল ও এমকেডিলসহ আটক ১

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৪৭ বোতল ফেন্সিডিল ও ৯২ বোতল এমকেডিলসহ শরিফুল ইসলাম (৩১) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৩।

আটককৃত মাদক ব্যবসায়ী গাজীপুর জসিম উদ্দিন সড়ক মধ্যপাড়ার লতিফ মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গাইবান্ধা-১৩ ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারীসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ১৫ জুলাই রাতে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের অভিরামপুর বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় ৪৭ বোতল ফেন্সিডিল ও ৯২ বোতল এমকেডিলসহ শরিফুল ইসলামকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here