• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ঈদুল আযহাকে ঘিরে কুড়িগ্রামে শুরু হলো অনলাইন গরুর হাট

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

আসন্ন ঈদুল আযহাকে ঘিরে কুড়িগ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হলো অনলাইন গরুর হাট। বৃহস্পতিবার দুপুরে অনলাইনে গরু কেনাবেচার এ হাটের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এ সময় বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল হাই, পৌর মেয়র কাজিউল ইসলাম, উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু, উলিপুর উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, কুড়িগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে  জেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। এই অনলাইন হাট থেকে যে কেউ গরু কিনতে এবং নিবন্ধন করে বিক্রি করতে পারবেন। এ হাটের অনলাইন ঠিকানা: kurigramonlinehat.com ।

অনলাইনের এ উদ্বোধনী অনুষ্ঠানে জেলার ৯ উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাগণ, বিভিন্ন খামারী, উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংযুক্ত ছিলেন। অনলাইন হাটের কারিগরি সহযোগিতা করছে অপ্রতিরোধ্য কুড়িগ্রাম নামের একটি বেসরকারী সংগঠন।

Place your advertisement here
Place your advertisement here