• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বেহাত হচ্ছে তিস্তা ব্যারেজের জমি, গড়ে উঠছে শত শত দোকান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের সরকারি জমি অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে। ডালিয়া বাজার সংলগ্ন পাউবোর এক কিলোমিটার জমি দখলের মহোৎসবে মেতে ওঠেছে একটি চক্র। চক্রটি রাতের আধারে শত শত শ্রমিক দিয়ে তৈরি করছে স্থাপনা।

সরজমিনে গিয়ে দেখা যায়, ডালিয়া বাজার সংলগ্ন রাস্তার পূর্বদিকে কয়েকদিনে রাতে শতাধিক দোকানের সীমানা পিলার দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে। আর রাতের আঁধারে সেখানে রমেজ আলী (৪৫) তিনটি টিনের ঘর তৈরি করেছেন। দিনে কতিপয় বখাটেরা লাঠিসোটা হাতে তৈরি করছে বেড়া। সেখানে ছবি তুলতে গেলে বাধা দেয়া হয়।

রমেজ আলী বলেন, এটা আমাদের বাপ-দাদার সম্পত্তি। পাউবো বিনামূল্যে একোয়ার না করে লিখে নিয়ে গেছে। জায়গাটি খালি পড়ে থাকায় ঘরে তৈরি করে এখানে মাছের ব্যবসা করব। আপনার কিছু বলার থাকলে পাউবো কর্মকর্তাদের বলেন।

রমেজ আলী মত সেখানে শতাধিক দোকান ঘরের সীমানা পিলার দিয়ে ঘিরে রেখেছেন প্রভাবশালী সফিকুল ইসলাম, রমজান আলী, হাবিবুর রহমান, রশিদুল ইসলাম, ফজলুল হক, তবিবুল ইসলাম, টিটুল ইসলাম, পলাশসহ আরও অনেকে।

নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের জমি অবৈধভাবে দখল করে চাপানি বাজারে দুই শতাধিক পাকা ও টিনের দোকান ঘর নির্মাণ করছে প্রভাবশালীরা। 

ঝুনাগাছ চাপানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, ডালিয়া প্রধান সড়কে পাউবোর জমিতে শত-শত পাকা আধাপাকা দোকান ঘর তৈরি করার ফলে রাস্তাটি চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ডালিয়া বাজার সংলগ্ন পাউবোর জমি দখলের বিষয়টি থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ বিষয়টি দেখবেন।

Place your advertisement here
Place your advertisement here