• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ঠাকুরগাঁওয়ে করোনা কেড়ে নিল ছয়জনের প্রাণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১২১ জনের দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

সিভিল সার্জন মাহফুজার বলেন, ২৪ ঘণ্টায় জেলায় ২৮৬টি নমুনা পরীক্ষা করে ৯৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে জেলায় ছয়জনের মৃত্যু হয়।

এর মধ্যে সদর উপজেলায় ২ জন, বালিয়াডাঙ্গতে ২, রানীশংকৈল উপজেলায় ১ ও পীরগঞ্জ উপজেলায় একজন মারা গেছেন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৩ জন।

এ ছাড়া ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৭ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৬ জন, রানীশংকৈল উপজেলায় ১৮ জন, হরিপুর উপজেলায় ১২ জন ও পীরগঞ্জ উপজেলায় ২১ জন রয়েছেন।

ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত ৪ হাজার ৭৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৮ জন ও মারা গেছেন ১২১ জন।

Place your advertisement here
Place your advertisement here