• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সীমান্তে মানুষ হত্যা শূন্যে নামিয়ে আনা হবে: বিএসএফ মহাপরিচালক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত তিনবিঘা করিডর সীমান্ত সহ বিভিন্ন সীমান্ত পরিদর্শন করেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর মহাপরিচালক(ডিজি) রাজেশ আস্থানা।

শনিবার (১০ জুলাই) দুপুর ২টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত তিনবিঘা করিডরে কোচবিহারের বাগডোগড়া বিমানবন্দর থেকে সড়ক পথে এসে পৌঁছালে কোচবিহার-৪৫ বিএসএফ ব্যাটালিয়নের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

এ সময় বিএসএফের কলকাতা ইস্টার্ণ কমান্ডের মহাপরিচালক(ডিজি) পঙ্কজ সিং, কোচবিহার-৪৫ বিএসএফ ব্যাটালিয়নের পরিচালকসহ উত্তরবঙ্গ সদর দপ্তরের বিএসএফ কর্মকর্তাসহ মহাপরিচালকের পত্নীও উপস্থিত ছিলেন।  

এদিকে ভারতীয় বিএসএফের মহাপরিচালক রাকেশ আস্থানা তিনবিঘা করিডর সীমান্ত পরিদর্শনের সময় বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) পক্ষে রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ ইয়াছির জাহান হোসেন ও তিস্তা-৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ ইসাহাক আলীসহ বিজিবির কর্মকর্তাগণ ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তিনবিঘা করিডরের আম্রকাননে বিএসএফ-বিজিবি উচ্চ পদস্থ কর্মকর্তাগণের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। 

ভারতীয় বিএসএফের মহাপরিচালক (ডিজি) রাকেশ আস্থানার সঙ্গে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য বৈঠক প্রসঙ্গে বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ ইয়াছির জাহান হোসেন বলেন, ‘বিএসএফের মহাপরিচালকসহ উর্দ্ধতন কর্তৃপক্ষ সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন। বিজিবি-বিএসএফের যৌথ টহল করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবার চালু করা হবে।’

তিনি আরও বলেন, ‘যে কোন সময়ের তুলনায় বর্তমানে উভয় দেশের জনগণের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান উল্লেখ্য করে সৌজন্য বৈঠকে বিএসএফ মহাপরিচালক উভয় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সীমান্তে চোরাচালান কমে যাওয়ায় বিজিবি-বিএসএফের যৌথ টহল অনেক বেশি কার্যকরী উল্লেখ্য করে তিনি করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তা পূনরায় চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।’

সৌজন্য বৈঠক শেষে বিএসএফের মহাপরিচালক ও মহাপরিচালক পত্নীকেসহ বিএসএফের কর্মকর্তাদের বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। বিএসএফও বিজিবিকে শুভেচ্ছা স্মারক প্রদান করে।

উল্লেখ্য, বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা দুইদিনের সফরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্ত পরিদর্শন করছেন। এছাড়াও তিনি বিএসএফের উত্তরবঙ্গ সদর দফতরে সৈনিক সম্মেলনেও বক্তব্য রাখবেন বলে সীমান্ত সুত্র নিশ্চিত করেছে। 

Place your advertisement here
Place your advertisement here