• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

‘গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পকে অগ্রাধিকার দিয়েছে সরকার’

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২১  

Find us in facebook

Find us in facebook

রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি বলেন, ব্যবসা-বাণিজ্য ও কৃষি পণ্য পরিবহনে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে গ্রামকে শহর এবং সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নে গ্রামীণ সড়ক যোগাযোগ উন্নয়ন প্রকল্পকে অগ্রাধিকার দিয়েছে সরকার। 

তিনি শুক্রবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জে, দেবীগঞ্জ-খানসামা পাকা সড়ক নির্মাণ কাজ পরিদর্শন কালে এসব কথা বলেন। টেকসই উন্নয়নে কাজের গুনগত মান বজায় রেখে সকল প্রকার উন্নয়ন কাজ সঠিক ভাবে নির্দিষ্ট সময়ে বাস্তবায়ন এবং সম্পর্ণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। 

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধানে ৩০ কোটি টাকা ব্যয়ে পঞ্চগড় অংশের ২৭ কিলোমিটার নির্মাণাধীন সড়ক পাকা করা হচ্ছে। 

এসময় এলজিইডি পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেযারম্যান আব্দুল মালেক চিশতি, উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান, উপজেলা প্রোকৌশলী আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ ও মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here