• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

গাইবান্ধায় চরাঞ্চলে ফ্রি চিকিৎসা ও খাদ্য সহায়তা প্রদান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২০  

Find us in facebook

Find us in facebook

করোনায় কর্মহীন আর দু-দফা বন্যায় নিঃস্ব হয়ে যাওয়া গাইবান্ধার সাঘাটা উপজেলার দুর্গম চরাঞ্চলের মানুষদের ফ্রি চিকিৎসা সেবা ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। 

শুক্রবার দিনব্যাপী লুব্ধক ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধানে উপজেলার হলদিয়া ইউনিয়নের কালুর চরে এ সহায়তা প্রদান করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০০৭ সালের প্রাক্তন শিক্ষার্থীরা।

এসময় সামাজিক দূরত্ব মেনে শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে দশ কেজি চাল, দুই কেজি ডাল, লবন, খাবার স্যালাইন প্রদান করা হয়। পরে তিনজন বিশেষজ্ঞ ডাক্তারের তত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন চর থেকে আসা মানুষজন ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করে। পাশাপাশি তাদের বিনামূল্যে ঔষুধ দেওয়া হয়।

অনুষ্ঠানে বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীরাসহ স্থানীয় বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী আফতাব হোসেন, রিলেশনশীপ অফিসার ইরফান হোসেন জনিসহ সাঘাটা থানা পুলিশ উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here