• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ঠাকুরগাঁওয়ে সরকারি নির্দেশ অমান্য করায় অধ্যক্ষকে জরিমানা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০  

Find us in facebook

Find us in facebook

ঠাকুরগাঁও সদর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অবমাননা করে উপবৃত্তির সুবিধাভােগী নির্বাচনের পরীক্ষা গ্রহণের অভিযােগে রুহিয়া গিন্নি দেবী মহিলা কলেজের অধ্যক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । মঙ্গলবার দুপুরে উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ জরিমানা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার জানান , ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের গিন্নি দেবী আগরওয়াল মহিলা কলেজে উপবৃত্তির সুবিধাভােগী নির্বাচনের নামে মােবাইল ফোনে ছাত্রীদের কলেজে ডেকে এনে পরীক্ষা গ্রহণ করা হয় । 

এ ব্যাপারে অভিযােগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মােশাররফ হােসেন ও রুহিয়া থানার পুলিশ ফোর্সসহ কলেজে অভিযান চালানো হয়। 

করােনা প্রাদুর্ভাবের সময়ে ছাত্রীদের তাদের অভিভাবকসহ কলেজে আসতে বাধ্য করায় এবং স্বাস্থ্য বিধি না মানাসহ সরকারি নির্দেশ অমান্য করার কারণে তাকে জরিমানা করা হয়। 

এসময় অধ্যক্ষ বদরুল ইসলাম তার ভুল স্বীকার করে নিলে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

Place your advertisement here
Place your advertisement here