• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

নীলফামারীতে র‌্যাবের এক ক্যাম্পের ১৯ সদস্য করোনায় আক্রান্ত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মে ২০২০  

Find us in facebook

Find us in facebook

নীলফামারীতে র‌্যাবের ১০ সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে র‌্যাবের আরও নয় সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০৮ জনে।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে র‌্যাবের ১০ সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন নীলফামারীর সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন করে করোনা শনাক্ত ১০ জনই জেলা শহরের সবুজপাড়ার র‌্যাব-১৩ সিপিসি-২ ক্যাম্পের সদস্য। এর আগে একই ক্যাম্পের নয়জনের করোনা পজিটিভ আসে। তারা জেলা সদর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। এ নিয়ে নীলফামারীতে র‌্যাবের ১৯ সদস্য করোনায় আক্রান্ত হলেন।

স্থানীয় সূত্র জানায়, নীলফামারী থেকে ৬৩ র‌্যাব সদস্যের নমুনা সংগ্রহ করে বুধবার ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে বৃহস্পতিবার বিকেলে ১০ জনের করোনা পজিটিভ আসে।

এ নিয়ে জেলায় ১০৮ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে নীলফামারী সদরের ৪৭, ডোমার উপজেলার ১১, ডিমলা উপজেলার ১৫, জলঢাকা উপজেলার নয়, কিশোরীগঞ্জ উপজেলার আট ও সৈয়দপুর উপজেলার ১৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ জন। এক নারীসহ দুইজন মারা গেছেন করোনায়।

Place your advertisement here
Place your advertisement here