• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ঠাকুরগাঁওয়ের গ্রামের মানুষদের সচেতন করছে বাতিঘর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

করোনা ভাইরাসের বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ফকদনপুর পটুয়া এলাকায় স্থানীয়দের মসজিদে প্রবেশের পূর্বে আগত সকলকে জীবানুনাশক দিয়ে দুইহাত ধুয়ে ব্যবহারের জন্য মাক্স বিতরণ করা হয়।

স্থানীয় ফকদনপুর পটুয়া যুব উন্নয়ন সংঘ ও বাতিঘর লাইব্রেরীর উদ্দ্যোগে শুক্রবার দুপুরে এ কার্যক্রম পরিচালিত করে একদল যুবক। পরে ওই এলাকার স্থানীয়দের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের সভাপতি আকিল আরশাদ পাপ্পু, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সাদ্দাতুল ইকরাম, প্রচার সম্পাদক নাজিউর রহমান সুজা, লাইব্রেরী সম্পদক শাহিরুল ইসলাম প্রমূখ।সভাপতি পাপ্পু বলেন, শহর এলাকায় বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। কিন্তু গ্রামে এখনও সেই রমক সচেতনতা মূলক প্রচারনা চালানো হচ্ছে না। 

গ্রামে অনেক অসচেতন মানুষ আছে যারা করোনা ভাইরাসের বিষয়ে জানে না মূলত গ্রামের মানুষকে এই ভাইরাসের বিষয়ে সচেতন থাকার জন্য স্বল্প পরিসরে স্থানীয় যুবকদের নিয়ে কার্যক্রম শুরু করেছি। স্থানীয় পটুয়া বাজারে সকলের জন্য জীবানুনাশক দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। পরিকল্পনা রয়েছে পাশের এলাকা গুলোতেও এ কার্যক্রম পরিচালনা করা।

Place your advertisement here
Place your advertisement here