– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
  • রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
স্বাধীনতার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে হবে: রাষ্ট্রপতি চিনিকলগুলোকে লাভজনক করার উদ্যোগ নেয়া হয়েছে: শিল্প সচিব পার্বত্য অঞ্চল স্মার্ট জন সম্পদে পরিণত হবে: বীর বাহাদুর উশৈসিং গাইবান্ধায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু এখন ঢাকা শহর এলেই সিঙ্গাপুর দেখতে পাওয়া যায়: নৌপ্রতিমন্ত্রী

শিশু অধিকার রক্ষায় ক্রস সেক্টর বডি গঠন জরুরি: ডেপুটি স্পিকার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, শিশু অধিকার রক্ষায় একটি ক্রস সেক্টর বডি গঠন করা জরুরি। সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়ে পথশিশুদের সব সমস্যার সমাধান করতে হবে।

রোববার জাতীয় সংসদের এলডি হলে ঢাকা আহ্ছানিয়া মিশন ও স্ক্যান বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, আজ যে শিশুটি জন্মগ্রহণ করছে সে রাষ্ট্রের মালিক। সুতরাং সেই শিশুটি পথে থাকতে পারে না। তাকে মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, জনসংখ্যার সঙ্গে সঙ্গে ভাসমান শিশুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এদের সম্পদ হিসেবে গড়ে তোলার দায়িত্ব সবার।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব আরিফুল কায়সার, সমাজসেবা অধিদফতরের অতিরিক্ত পরিচালক এমএম মাহমুদউল্লাহ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিফতরের স্বাস্থ্য শাখার যুগ্ম মহা-পরিদর্শক মো. মতিউর রহমান এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ এফ এম গোলাম শরফুদ্দিন, ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর ড. কাজী শরিফুল আলম, নির্বাহী পরিচালক সাজেদুল কাইয়ুম দুলাল প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here