• মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৬ ১৪৩১

  • || ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

রংপুরে গ্রেফতার হওয়া ৮ শিক্ষার্থীর জামিন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ আগস্ট ২০২৪  

Find us in facebook

Find us in facebook

কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে রংপুরে গ্রেফতার হওয়া ৮ শিক্ষার্থীকে জামিনে মুক্তি দিয়েছে আদালত। গতকাল শুক্রবার রাতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শিক্ষার্থীদের জামিন আবেদন করা হলে বিচারক এফএম আহসানুল হক তাদের জামিন মঞ্জুর করেন। 

এরপর রাত সাড়ে ১১টার দিকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে শিক্ষার্থীরা মুক্তি পেয়ে বাড়ি ফিরে যান।

জামিনপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন নগরীর পশ্চিম বাবুখাঁর মঞ্জিল হোসেনের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, পুরাতন ট্রাকস্ট্যান্ডের জাহাঙ্গীর আলমের ছেলে মহিন (১৯), হাজিরহাট অভিরাম সুকানচৌকির ফারুক মিয়ার ছেলে আমির হামজা ওরফে আমির, কামাল কাছনার আবু তাহেরের ছেলে তৌফিক ওমর ধ্রুব (১৭), আশরতপুর এলাকার আব্দুল মালেকের ছেলে পাভেল মিয়া (১৭), হারাগাছের নিউ জুম্মাপাড়ারবিটুল মিয়ার ছেলে আল মারজান (২০), বেনুঘাট ময়নাকুটির হামিদুল ইসলামের ছেলে নিয়াজ আহম্মেদ রকি এবং কাউনিয়ার বাওয়াটারীর রবিউল ইসলামের ছেলে সৌরভ মিয়া।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামীম আল মামুন বলেন, সরকারি উদ্যোগে লিগ্যাল এইডের সহযোগিতায় বিশেষ আদালত ৮ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছে। আদালত চলমান এইচএসসি পরীক্ষা ও শিক্ষার্থী বিবেচনায় তাদের জামিন দিয়েছে।

শিক্ষার্থীদের আইনজীবী জোবাইদুল ইসলাম বলেন, যাদের গ্রেফতার করা হচ্ছে তারা শিশু। পুলিশ নিরাপরাধ ছেলেদের গ্রেফতার করছে, হত্যা করছে। আমরা এর প্রতিবাদ জানাই। 

Place your advertisement here
Place your advertisement here