• মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৬ ১৪৩১

  • || ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

সুন্দরগঞ্জ সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ আগস্ট ২০২৪  

Find us in facebook

Find us in facebook

সুন্দরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও সিএনজির মুখোসুখি সংঘর্ষে আহত সামিউল ইসলাম সামু মারা গেছেন। শুক্রবার (২ আগস্ট) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গত বুধবার রাতে রংপুরের কাউনিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সামিউল। নিহত সামিউল ইসলাম সামু সুন্দরগঞ্জ উপজেলার সাবেক ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। সামিউলের বাড়ি সুন্দরগঞ্জ পৌর সভার বাইবাস এলাকায়। তিনি রেজাউল করিম লাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে সামিউল ইসলাম ও তার ২ বন্ধুকে সাথে নিয়ে লালমনিরহাট জেলায় যায়। সেখানে প্রয়োজনীয় কাজ শেষে মোটরসাইকেল যোগে রাতেই নিজ উপজেলা সুন্দরগঞ্জ ফিরছিলেন। পথে কাউনিয়া তিস্তা ব্রিজ এলাকায় আসলে একটি সিএনজির সাথে মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সামুসহ অন্তত ৪ জন আহত হয়।

পরে তাদের উদ্ধার প্রথমে রংপুর মেডিলক্যাল কলেজ ও হাসপাতালে নেয়া হয়। সেখানে সামিউল ইসলামের অবস্থার অবনতি হলে হেলিকপ্টার যোগে ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান তিনি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, সড়ক দুর্ঘটনায় সামিউল ইসলাম সামু আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলে। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

Place your advertisement here
Place your advertisement here