• মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৬ ১৪৩১

  • || ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

দিনাজপুরে ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ আগস্ট ২০২৪  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার মামলায় গ্রেফতার ছয় শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। তাদের মধ্যে পাঁচজন এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন।

শনিবার দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আদালতের পুলিশ পরিদর্শক একেএম লিয়াকত আলী।

জামিনপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার পাহাড়পুর এলাকার আব্দুর রকিবের ছেলে আবু রায়হান (১৯), নবাবগঞ্জ উপজেলার মোগরপাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে সামিউল ইসলাম (১৯), চিরিরবন্দর উপজেলার জগন্নাথপুর গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে মোসাদ্দেক হোসেন (১৯), একই উপজেলার কলেজপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে আব্দুল মান্নান (১৯) ও ঘোড়াঘাট উপজেলার নয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে আব্দুল আলিম ওরফে আরিয়ান ওরফে রবিউল ইসলাম (১৯)। অপরজন হলেন, স্নাতক দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী সদর উপজেলার চাউলিয়াপট্টি মোড় এলাকার শাহজাহান আলীর ছেলে রাকিব হাসান (২৩)।

পুলিশ পরিদর্শক একেএম লিয়াকত আলী জানান, সম্প্রতি কয়েকটি মামলায় এই শিক্ষার্থীদের নাম রয়েছে। পরীক্ষার্থী বিবেচনায় প্রত্যেকে এক হাজার টাকার বন্ডে আইনজীবী ও একজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তির জিম্মায় ধার্য তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়েছে।

শিক্ষার্থীদের পক্ষে আইনজীবী মো. রেজাউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জামিনের জন্য আবেদন করা হলে পরীক্ষার্থী বিবেচনায় তাদের আদালত জামিন দেন।

Place your advertisement here
Place your advertisement here