• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

হেমন্তের শুরুতেই উত্তরাঞ্চলে শীতের প্রকোপ

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

"ধান কাটার আগেই উত্তরাঞ্চলে শীত এসে পড়ল, এই ধরনের ঘটনা আগে দেখিনি" বলছিলেন কুড়িগ্রাম জেলার আচান মিয়া।    

শুধু আচান মিয়াই নয় আগাম এই শীত নিয়ে চিন্তিত উত্তরাঞ্চলের অন্য জেলার নিম্নবিত্ত মানুষজন  ।

হেমন্তের শুরুতেই দেশের উত্তরের জেলাগুলো বাড়ছে শীতের তীব্রতা। রাতে প্রচণ্ড ঠাণ্ডা এবং সকাল ০৮ টা পর্যন্ত থাকছে মাঝারি ধরনের কুয়াশা। গতকাল থেকে সকালের তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে।

গত সাত দিনে জেলার নিম্ন তাপমাত্রার গড় ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, বিগত কয়েক বছরের চেয়ে এবারে শীতের তীব্রতা বাড়তে পারে। চলতি বছর জানুয়ারি থেকে ‡deªæqvix  পর্যন্ত তীব্র শীত পার করেছে এ জেলার মানুষ।

দেশের সর্বনিম্ন তাপমাত্রার স্কেলে কুড়িগ্রাম ছিল দ্বিতীয় স্থানে। বছর শেষ হতে না হতেই আবার শীতের আগমনে জনমনে একপ্রকার ভীতি দেখা দিয়েছে। 

 কৃষি ও কৃষি শ্রমের ওপর নির্ভরশীল এসব মানুষের পরিবার প্রতি বাৎসরিক গড় আয় ৮-১০ হাজার টাকা। নিম্ন আয়ের এসব মানুষ নিজেদের দুবেলা খাবার যোগাতেই যেখানে হিমশিম খায়, সেখানে শীতের গরম কাপড় ক্রয় করা দুরূহ ব্যাপার। 

 

 

 

 

Place your advertisement here
Place your advertisement here