• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৪৫ রোগী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামে টানা ১০ দিনের তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। এর মধ্যে তিন দিন ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা সাত ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। এতে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ২৪৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর রহমান সরদার। তিনি জানান, ২৪৫ রোগীর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত ৪১ জন ও শ্বাসকষ্টে আক্রান্ত ১৩ শিশু রয়েছেন। এদিকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও চিকিৎসা কেন্দ্রগুলোতেও ঠাণ্ডাজনিত রোগীর চিকিৎসা গ্রহণের সংখ্যা বেড়েই চলেছে।

অন্যদিকে তীব্র ঠাণ্ডায় শীতবস্ত্রের অভাবে চরম দুর্ভোগে পড়েছে হতদরিদ্র শ্রেণির মানুষরা। দিনমজুর শ্রেণির মানুষেরা কাজে যেতে না পারায় দুর্ভোগ পড়েছে। ঠাণ্ডা নিবারণের উপায় না থাকায় নাজেহাল হয়ে পড়েছে চরাঞ্চলে বসবাসকারী ছিন্নমূল মানুষ।

জেলা প্রশাসনের তথ্যানুযায়ী, নয়টি উপজেলায় সরকারিভাবে ৫৯ হাজার ৫১৪টি কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া বেসরকারি ও বিচ্ছিন্নভাবে কিছু শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, শনিবার কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here