• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

সংরক্ষিত আসনে মনোনয়ন না পাওয়াদের ধৈর্য ধরার আহ্বান কাদেরের

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার পর আমাদের অনেক কর্মী কষ্ট ও দুঃখ পেয়েছেন। আমাদের সামনে বিকল্প ছিল না, আমি তাদের ধৈর্য্য ধারণের অনুরোধ জানাচ্ছি।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে গুলিস্তনের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শুরুর আগে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ভবিষ্যতে আমরা তাদেরকে মূল্যায়নের সুযোগ অবশ্যই দেব। সরকারের ও দলের বিভিন্ন পর্যায়ে চেষ্টা করব তাদের মূল্যায়নের। হতাশা নিরাশা অনেকের মধ্যেই আছে। তবে রাজনীতিতে হতাশা ও নিরাশার কোন স্থান নেই।

তিনি আরও বলেন, রাজনীতি কমিটমেন্টের ব্যাপার, কমিটমেন্ট নিয়েই রাজনীতি করতে হয়। ঘাত-প্রতিঘাত, জেল-জুলুম রাজনীতির একটা অংশ। সবাইকে এই পর্যন্ত লড়াই করেই আসতে হয়েছে। আমি আমাদের নারী মনোনয়ন প্রত্যাশীদের ধৈর্য ধরার আহবান জানাই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা সংরক্ষিত আসনে এবার মনোনয়ন চেয়েছেন তারা অধিকাংশই নির্যাতিত, পরীক্ষিত। তারা ঢাকায় যেমন আন্দোলনের সময় ছিলেন, জেলায়-তৃণমূল পর্যায়ে তাদের অবদান অনেক বেশি। ১৫৫৩ জনের মধ্যে আমাদের বেছে নিতে হয়েছে মাত্র ৪৮ জনকে।

Place your advertisement here
Place your advertisement here