• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ভোটকেন্দ্রে যেতে বাধা দিলে আইনি ব্যবস্থা নেবে ইসি: আইনমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জনগণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে দেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করবে। আর কেউ যদি ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো নির্বাচন বানচালের জন্য দেশে-বিদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে। আইনের হাতে সোপর্দ করে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এজন্য দেশবাসীকে সতর্ক হতে হবে।

তিনি আরো বলেন, সারাবিশ্ব আমাদের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। শেখ হাসিনার অধীনে সুষ্ঠু ভোট করে বিশ্বকে দেখিয়ে দিতে হবে। ভোটারদের নির্বাচনে অংশগ্রহণ করে দেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে হবে। দেশে-বিদেশে যারা সরকারের বিরুদ্ধে কথা বলে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

জনসভায় সভাপতিত্ব করেন সাবেক জেলা পরিষদ সদস্য ও মোগড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এ কে এম আতাউর রহমান নাজিম। আরো উপস্থিত ছিলেন- আখাউড়া উপজেলা চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, মোগড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মতিন প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here