• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

পূজামণ্ডপে ভাঙচুরের অন্যতম মাস্টারমাইন্ড নুর 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২১  

Find us in facebook

Find us in facebook

চট্টগ্রাম নগরীর জেএম সেন হলে পূজামণ্ডপে ভাঙচুর, ব্যানার-পোস্টার ছিঁড়া ও পুলিশের ওপর হামলার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের রাজনৈতিক দল বাংলাদেশ যুব অধিকার পরিষদ চট্টগ্রাম শাখার ৯ নেতাকর্মী রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, এরই মধ্যে গ্রেফতার হওয়া এসব নেতাদের ছাড়াতে তোড়জোড় শুরু করেছেন বিএনপি-জামায়াতের মদদপুষ্ট ছাত্রনেতা নুর। আর এ কারণেই সংগঠনের নেতাদের গ্রেফতারের পর নুর ফোন করেন চট্টগ্রাম পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক এবং কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দীনকে। তারা সিসিটিভি ফুটেজ দেখে সবাইকে গ্রেফতারের কথা জানালেও কর্মীদের ছেড়ে দিতে ক্রমাগত চাপ প্রয়োগ করতে থাকেন নুর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নুরের দলের এসব নেতাকর্মীর নেতৃত্বে ও পরিকল্পনায় চট্টগ্রাম নগরীর জেএম সেন হলে পূজামণ্ডপে হামলা চালানো হয়।

এক অনুসন্ধানে জানা যায়, নুরের প্ররোচনায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা জেএম সেন হলের পূজামণ্ডপে হামলা চালায়। তাদের কিছুই হবে না- মর্মে নুর তাদের হামলায় অংশ নিতে বলেন। এমনকি বলেন- যদি কারো কিছু হয় তাহলে বিষয়টি নুর নিজে দেখবেন।

বিষয়টি জানাজানি হওয়ার পর কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সহিংসতার পরিকল্পনায় জামায়াত শিবিরের সঙ্গে নুরের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে মত প্রকাশ করেছেন বিশিষ্ট নাগরিকরা। তারা নুরের সম্পৃক্ততার বিষয়টিকে তদন্ত করে দেখার দাবিও জানিয়েছেন।

Place your advertisement here
Place your advertisement here