• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

দেশের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নেয়নি- নানক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, স্বাধীনতার শত্রুরা ২০০৭ সালে ষড়যন্ত্র করে শেখ হাসিনা গ্রেফতার করে। তাদের উদ্দেশ্য ছিলো শেখ হাসিনাকে মাইনাস করা, এমনকি বিদেশি কূটনৈতিকরাও এর পক্ষে ছিলো। কিন্তু দেশের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নেয়নি। আমরা নেতাকর্মীদের নিয়ে দেশের মানুষকে নিয়ে আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিলাম, যেন দেশের মানুষ অধিকার ফিরে পায়।

শুক্রবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীণ দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। 

জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশের মানুষ চেয়েছিলো শেখ হাসিনা হবেন প্রধানমন্ত্রী, ষড়যন্ত্রকারীরা তা জানতে পেরে ষড়যন্ত্র করে অবৈধভাবে কারারুদ্ধ করে। শুরু হয় দেশের গণতন্ত্রকে ধ্বংস করা। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরাও শেখ হাসিনার নির্দেশে জীবন বাজি রেখে গণতন্ত্র উদ্ধারে আন্দোলন শুরু করে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি সভাপতিত্বে সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালায়নে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, ডা. দিপু মনি,  আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল আল শামীমসহ ঢাকা মহানগরের বিভিন্ন নেতারা।

Place your advertisement here
Place your advertisement here